1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে পৈশাচিক নির্যাতন ও মারধরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে পৈশাচিক নির্যাতন ও মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ১৬৬ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে যৌতুকের দাবিতে পিতার বাড়িতে এসে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সুতালড়ী গ্রামের মোঃ আঃ সামাদ হাওলাদার এর বাড়িতে।এ জন্য ভুক্তেেভোগী মোঃ আঃ সামাদ হাং এর মেয়ে রেখা আক্তার লিজা মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায়, রেখা আক্তার লিজার সাথে পাশ্ববর্তী মোঃ রুস্তুম খলিফার ছেলে মোঃ রিয়াদ খলিফার সাথে ২০১৬ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন অতিবাহিত হলেই আমার স্বামী আমার কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে,আমি দিতে অসম্মতি জানালে আমাকে প্রচুর মাধধর করে। সে প্রতিনিয়ত নেশা করে বাড়িতে ঢুকে আমার কাছে যৌতুক চায় ও মারধর করে। আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার পিতার কাজ থেকে ২ লক্ষ টাকা এনে আমার স্বামীকে প্রদান করি। এই টাকা বিভিন্ন খারাব পথে খরচ করে ফেলে এবং পরবর্তীকে আরো ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে প্রায়ই আমাকে দৈহিক,শারীরিক,মানষিক জ্বালা যন্ত্রনা,অত্যাচার,নির্যাতন করে এমনকি সিগারেট এর চ্যাকা দিয়ে পেচাশিক নির্যাতন করে।আমাকে বেড়াতে যাবার কথা বলে খুলনায় ননদ এর বাসায় নিয়ে আমার ৩মাসের গর্ভপাত ঘটায় এতে আমার প্রচুর রক্তক্ষরনে আমি ভীষন অসুস্থ হয়ে পরি। এক পর্যায়ে আমি মোড়েলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করি। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে মিমাংসা হলেও তার স্ব্ভাব চরিত্রের মধ্যে কোন পরিবর্তন ঘটে নাই। গত ২০ ফেব্রুয়ারী আমার পিতার বাড়িতে থাকা কালে আমার স্বামী,শশুর রুস্তম খলিফা,রাসেল হাং,হালিম খানসহ পাশ্বতর্বী আরো ৩জন আমার পিতার বাড়িতে আসে। একপর্যায়ে আমার স্বামী আমার নিকট চাহিদাকৃত ৩ লক্ষ টাকা যৌতুক এর টাকা দাবি করে আমার গরীব পিতার পক্ষে এত টাকা যৌতুক দেওয়া সম্ভব নয় বলে অক্ষমতা প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে অন্যন্যেদেও সহযোগীতায় আমার স্বামী আমার চুলের মুঠি ধরে লাঠি দ্বারা এলোপাতাড়ি মারতে থাকে এতে আমার শরীরের বিভিন্ন জায়গায় , মাধার তালুতে ,বাম কানে,তলপেটে আঘাত করে। শরীরের বিভিন্ন স্থানে ফুলা,কালো,ও বেদনাদায়ক জখম করে। আমার ডাত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থো কমপ্লেঙ্ েভর্তি করে।এব্যাপারে অভিযুক্ত রাসেল বলেন,বিষয়টি নিয়ে একাধিক শালিশ বৈঠকে সমাধান হয়েছে বলে জানান।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম (ওসি) জানান, এ বিষয় থানায় একটি অভিযোগ পেয়েছি ।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম