নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক,নার্স ও স্বাস্থ্য কর্মীদের বিনামূল্যে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সিটিল্যাব নামের একটি বেসরকারী ডায়াগষ্টিক ও কনস্যালটেশন সেন্টারের পক্ষ থেকে একটি প্রতিষ্ঠান এ পিপিই বিতরণ করেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে পিপিই তুলে দেন সিটিল্যাবের পরিচালক সরদার নাসির উদ্দিন। এসময় সদর হাসপাতালের সিনিয়র কনস্যালটেন্ট (অর্থপেডিঙ্) ডা. এস এম শাহরেওয়াজ, মেডিসিন কনস্যালটেন্ট সাঈদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটিল্যাব ডায়াগষ্টিক ও কনস্যালটেশন সেন্টারের পরিচালক সরদার নাসির উদ্দিন বলেন, যখন সারা দেশের মানুষ করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কায় রয়েছে। তখন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা নিজেদের ঝুকির কথা চিন্তা না করে রোগীদের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসকদের সুরক্ষার কথা বিবেচনা করে আমরা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক মানসম্মত পিপিই তৈরি করেছি।সদর হাসপাতালের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পিপিই ও মাঙ্ বিনামূল্যে বিতরণ করেছি। যতদিন দেশে করোনা ভাইরাসের আতঙ্ক কাটবে না ততদিন বিনামূল্যে পিপিই ও মাস্ক বিতরণ করা হবে বলেও জানান তিনি।