তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
বন্দর নগরীর ব্যস্ততম ভৈরব টেলিফোন এক্সচেঞ্জটি ৪দিন ধরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) এর ল্যান্ডফোন গ্রাহকরা পোহাচ্ছেন দুর্ভোগ। কবে নাগাদ এটি চালু হবে তাও বলতে পারছে না বিটিসিএল কর্তৃপক্ষ।
জানা যায়, বজ্রপাতের কারণে ভৈরব বিটিসিএল-এর ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি গত ২১ মার্চ রাত থেকে বিকল। এই এক্সচেঞ্জের অধীনে উপজেলার ফায়ার সার্ভিস, হাসপাতাল, ক্লিনিক, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, উপজেলা প্রশাসন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, থানা, রেলস্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক টেলিফোন গ্রাহক রয়েছে। এতে গ্রাহক দুর্ভোগ পৌঁছেছে চরমে।
এ ব্যাপারে ভৈরব টেলিফোন এক্সচেঞ্জের কনিষ্ঠ উপসহকারি ব্যবস্থাপক আবু মুসা জানান, উপজেলার অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক আছে। তবে দেশের অন্যান্য উপজেলা, জেলা ও বহিঃবিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিচ্ছি। কবে নাগাদ সংযোগের কাজ শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছি না।