মোঃসাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় ৯৭৫ পিচ ইয়াবাসহ আব্দুর রাজ্জাক রাজা নামে এক
মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার জাগলা গ্রামের মৃত
হারুন আর রশিদের (হারান মোল্ল্যা) পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জাগলায় তার নিজ
বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে আভিযান চালায় মাগুরা সদর থানা
পুলিশ। এ সময় আব্দুর রাজ্জাক কে আটক করলে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের
ভিতর রাখা ৭৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে নিয়মিত যশোর থেকে বিমান যোগে
কক্সবাজার যেয়ে সাগর নামে ইয়াবা ব্যবসায়ীর মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে
মাগুরায় নিজ এলাকায় বিক্রি করতো। আটক আব্দুর রাজ্জাক বাংংলাদেশ বিমান বাহীনিতে
কর্মরত থাকাকালে আর্থিক দূর্নীতির দায়ে চাকুরিচুৎ হয়ে বিভিন্ন অপরাধ মুলক
কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।