মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি ঃ-মাগুরা সদর হাসপাতালের সামনে থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মোঃ সবুজ (২৮) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
মাগুরা ডিবি পুলিশের পরিদর্শক মোঃ নাসির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যা হাসপালের সামনে থেকে সবুজকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ভাট্টরা শিবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। প্রাথমিক ভাবে সে একজন অস্ত্র বিক্রেতা বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সবুজকে আরো জিজ্ঞাসাবাদে এ অস্ত্র কেনা বেচার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।