মাহবুবুর রহমান : প্রতি বছর মেয়ের জন্মদিন আসলে জন্মদিন পালন করতেন পিতা শফিকুল ইসলাম। এবার জন্মদিনের অনুষ্ঠান না করে করোনা ভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতিতে সে টাকা দিয়েই খাবার তুলে দিলেন দরিদ্র অসহায় মাঝে। আর এমনটি করেছেন নোয়াখালী চৌমুহনী সরকারি এস এ কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম।
এ বিষয়ে তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন,আজ আমার বড় মেয়ে নুসরাত ইসলাম সারিন-এর জন্মদিন। এই উপলক্ষে নিজ এলাকায় বেশ কিছু অসহায় পরিবারের মাঝে আমার ক্ষুদ্র প্রয়াসে বাড়িতে বাড়িতে গিয়ে চাল-ডাল-আলু-সয়াবিন-পেঁয়াজ-সাবান বিতরণ করলাম।
তিনি আরো বলেন, প্রত্যেক এলাকায় কিছু সংখ্যাক বিত্তবান মানুষ এগিয়ে আসলে খেটে খাওয়া মানুষ আর খাবারের অভাবে বাড়ি থেকে বের হবে না এবং করোনা ভাইরাস প্রতিরোধে অনেক সহায়ক হবে বলে বিশ্বাস করি।
এ সময় তাকে সহযোগিতা করেন জসিম , খোরশেদ , হাসেম, সাহাব উদ্দিন, জাহাঙ্গীর ও রুবেল প্রমুখ।