1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৩ মার্চ ‘পাকিস্তান দিবস’ পালন ভণ্ডামির জ্বলন্ত উদাহরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

২৩ মার্চ ‘পাকিস্তান দিবস’ পালন ভণ্ডামির জ্বলন্ত উদাহরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ২২১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রতি বছরের মতো এবারও ২৩ মার্চ ‘পাকিস্তান দিবস’ পালনের পরিকল্পনা আরও একটি ভণ্ডামির জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের। এর মধ্য দিয়ে ১৬ কোটি বাঙালির আবেগের প্রতি চরম অশ্রদ্ধা তাদের।

পাকিস্তান তাদের সাম্প্রদায়িক এজেন্ডা থেকে ধর্মের দোহাই দিয়ে দিবসটি পালন করে আসছে, যা সবসময়ই বাংলাদেশের পরিপন্থী। এই মার্চেই তৎকালীন পশ্চিম পাকিস্তান ‘অপারেশন সার্চলাইট’ এর নামে হত্যাযজ্ঞ চালায় মুসলিম অধ্যুষিত পূর্ব পাকিস্তানে।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে রাত সাড়ে এগারটায় ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরস্ত্র-নিরীহ বাঙালির ওপর গণহত্যা চালায়। তারা ঢাকার ফার্মগেট, পিলখানা ও রাজারবাগ পুলিশলাইনসে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় এবং সেদিন মধ্যরাতে (রাত ১টা ১৫ মিনিট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে যায়। যার কয়েক মিনিট আগেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

সেই নারকীয় হত্যাযজ্ঞের রাতে পাকিস্তানি বর্বর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও রেহাই দেয়নি।
যে কেউ অনুধাবন করবে পূর্ব পাকিস্তানের ভাষা, সংস্কৃতি, অর্থনীতির উপর পশ্চিম পাকিস্তানের শোষণ ও কর্তৃত্ব পরায়ণতাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একমাত্র নেপথ্য কারণ। এর পেছনে ধর্ম কোনও কারণ হতে পারে না। এদিকে শাস্তিপ্রিয় বাংলাদেশে ও এ উপমহাদেশে- সর্বোপরি গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ২০২০-২০২১ ‘মুজিববর্ষ’-এর উদযাপন নিশ্চিতভাবে পরাজিত করবে পাকিস্তানের ২৩ মার্চের সাম্প্রদায়িক কূটনীতিকে।

২৩ মার্চ পাকিস্তান দিবস পালন স্পষ্টতই দেশটির একটি অপতৎপরতা।

তারা ভুলে গেছে সে ক্ষতের কথা, যার জন্ম ১৯৭১ সালের ২৫-২৬ মার্চ বাংলার নিরীহ-নিরস্ত্র মানুষের উপর রাজাকার, আল-বদর ও আল-শামসের সহযোগিতায় বর্বর পাকবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে। এই মুহূর্তে যখন বাংলাদেশের ১৬ কোটি মানুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালন করছে, তখন ২৩ মার্চে পাকিস্তান দিবস পালন দেশটির লুকায়িত এজেন্ডার চূড়ান্ত বহিঃপ্রকাশ, যা অপতৎপরতায় পূর্ণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম