সরদার আবদুল কাদের : আমরা কেন যেন গন্ডার প্রকৃতির হয়ে গিয়েছি ।আবার বলতে পারেন আমরা আত্নপূজারী জাতি হিসাবে আবির্ভূত হয়েছি!! আবার বলতে পারেন রোম যখন পুড়ছিল নিরু তখন বাঁশি বাজাচ্ছিল!!আমার কেন যেন মনে হয় এই আত্নপূজা আমাদেরকে এই মহামারী মোকাবেলার প্রস্তুতিতে বেশ পেছনে ঠেলে দিয়েছে আমার এই ধারনাটি মিথ্যা প্রমাণিত হোক তা আমি প্রত্যাশা করি ,এই কারনে যে দেশমাতৃকার সাহসী সন্তান বাংলাদেশ সেনাবাহিনী কে দুটি জায়গা দিয়েছেন বিদেশ ফেরত আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা তার মাতৃভূমিতে আসবে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে দিয়া বাড়ীতে রাজউকের বানানো প্রায় ৮০০০ ফ্ল্যাটে ও বিশ্ব ইজতেমা মাঠে পারিবারিক পরিবেশে রেখে তাদেরকে পরীক্ষা নিরিক্ষা করে যারা আক্রান্ত তাদের চিকিৎসা দিবেন আর যারা আক্রান্ত নন তাদেরকে তার পরিবারের নিকট পৌঁছে দিবেন।তথাপিও আমি মনে করি আমরা একটু দেরিই করে ফেলেছি । বিদেশ ফেরত মানুষ গুলো কোয়ারেন্টাইনে থাকতে চায়না এটা আমি মনে করি এটি একটি ভূল তথ্য।কারন প্রথম যখন চায়না থেকে ১৪২ জনকে আশকোনা হাজী ক্যাম্পে রাখা হলো কাউকেতো থাকতে অনাগ্রহী হতে আমি দেখিনি।তাদেরকে সকালে নাস্তা, ১১ টায় আবার হাল্কা নাস্তা, দুপুরে ভাত মাছ বা মাংস, বিকেলে হাল্কা নাস্তা , রাতে ভাত মাছ বা মাংস এভাবে ব্যবস্হা করেছেন দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের পরিচালক (এাণ )জনাব ইফতেখারুল ইসলাম ।ব্যবস্হা ছিল তোষক,বালিশ,বেডসিট,মশারী,WiFi ,সিটানো হতো এরসল,তবে হ্যাঁ আমি দেখেছি সমন্বয় হীনতা যদিও পরে দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, স্বাস্হ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় খুব সুন্দর ভাবে তারা কোর্স কম্প্লিট করে যার যার বাসায় ফিরে গেলেন কাউকে সেখানে আক্রান্ত পাওয়া যায়নি।এখানে উল্লেখ্য ইটালী থেকে যারা এসেছেন সেখানে ব্যবস্হাপনার অভাব ছিল বলেই সমস্যাটা সৃষ্টি হয়েছে । মোদ্দাকথা হলো আমরা পারি আমাদের সব আছে কিন্তু একটি জিনিসের খুব অভাব আর তা হল আন্তরিকতার,মনুষত্বের । আসুন আমরা যে যেখানে আছি প্রত্যেকে নিজ নিজ অবস্হান থেকে সবাই মানবিক হই আপনার প্রয়োজনের অধিক মজুদ না করি ,কারণ আমার মজুদের কারনে আমার আরেক ভাই যেন তার প্রয়োজনীয় পণ্যটি না পেয়ে আফসোস করে খালি হাতে বাসায় না যায় এই হোক আমাদের প্রত্যাশা।আর জন্ম দিবসের ব্যাপারে তিনি কি বলেছিলেন জীবদ্দশায়