রাসেল মাহম্মুদ নোয়াখালী প্রতিনিধিঃ
সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপে জন জীবন ও অর্থনৈতিক ব্যাবস্থা বিপর্যের মধ্যে পড়েছে। তেমনি বাংলাদেশের সাধারন খেঁটে খাওয়া মানুষের দৈনন্দিন অর্থনৈতিক ব্যবস্থাও বন্ধ হবার উপক্রম।করোনা ভাইরাসের কারনে দেশের কলকারখানা, অফিস, ব্যবসা বাণিজ্য,গন পরিবহন বন্ধ থাকায় সাধরন খেঁটে খাওয়া দু:স্থ মানুষের অর্থ উপার্জন বন্ধ হবার কারনে তারা কঠিন সময় পার করেছে।
ঠিক এমনি সময়ে অসহায় দু:স্থ মানুষের পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের সমাজসেবী সংগঠন আলোকিত ধানশালিক।সমবার আলোকিত ধানশালিক অর্গানাইজেশনের উর্দেগে ধানশালিক ইউনিয়নের ২০টা পরিবারের মধ্যে ৫কেজি চাল,২কেজি আলু,১কেজি ডাল,১টা করে সাবান বিতরন করা হয়ছে।ত্রান সামগ্রী বিতরন করার সময় উক্ত আলোকিত ধানশালিক অর্গানাইজেশনের সদস্য পারভেজ মোল্লা, রিপন মজুমদার, মাজহারুল ইসলাম রিয়েল জানান আগামীকাল আমরা আশে পাশে ২০টি পরিবারেরর মাঝে ত্রান সামগ্রী প্রদান করবএবং এই সাহায্যের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ। আশাকরি সবাই আমাদের পাশে থাকবেন।
সারাদেশের বিত্তশালিরা দেশের এই সংকট মুহর্তে যদি অসহায় দারিদ্র মানুষের পাশে এসে দাঁড়ান তাহলে তারা অনেক উপক্রিত হবে।