মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “বিডি ক্লিন” চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা সড়কে এ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন “বিডি ক্লিন” কুমিল্লা জেলা কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম রাজু, মো. রুবেল। “বিডি ক্লিন” চৌদ্দগ্রাম উপজেলা মনিটর মো. আব্দুর রহমানের পরিচালনায় পরিচ্ছন্নতা অভিযানে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. ইমাম হোসেন, মো. সৈকত হোসেন সজীব, আদনান আহমেদ শাকিল, মো. ফুয়াদ, মো. জাকির হোসেন প্রমুখ। এসময় “বিডি ক্লিন” চৌদ্দগ্রাম শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলো।