1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুস্থদের মাঝে বিনামূল্যের দোকান চালু করেছে ঢাকা ইয়ুথ ক্লাব ও মহাজন ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি

দুস্থদের মাঝে বিনামূল্যের দোকান চালু করেছে ঢাকা ইয়ুথ ক্লাব ও মহাজন ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ২৪০ বার

জাফরুল আলম : করোনা আতঙ্ক ও আক্রান্তে বিশ্ববাসী। এ ভাইরাসের প্রাদুর্ভাবে পৃথিবীর বিখ্যাত শহরগুলো এখন ভুতুড়ে। প্রাণচঞ্চল শহরগুলো কেমন যেন মৃত্যুপুরী হয়ে গেছে। প্রতি ঘণ্টায় মৃত্যুর খবর শুনে শুনে মানুষ ক্লান্ত। বাংলাদেশেও ঘরবন্দী হয়ে আতঙ্ক–উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মানুষ। কাজ নেই, মানে আহার নেই। এমন সংখ্যাই বেশি। এক কথায় বৈশ্বিক মহামারি। এ মহামারি ধনী-গরীব কোন দেশ, জাতি বা মানুষকেই ছাড়ছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যুমিছিল। থমকে গেছে জীবনযাপন, সেই সাথে অর্থনীতির চাকাও। দিনমজুর, দুস্থদের জন্য জীবনের চাকাটা একরকম স্থবির। ‘কাজ না করলে খাবো কি’!- এমন প্রশ্নের মুখোমুখি প্রতিনিয়ত পড়তে হচ্ছে। বিশেষ করে এসব মানুষগুলো আহার জোগাতে হিমশিম খাচ্ছে। পার করছে দুর্বিষহ জীবন।

বিশ্বব্যাপী এ মহামারির বিপর্যয়ে বাংলাদেশেও পড়েছে চরম প্রভাব। এ বিপর্যয়ে বিত্তশালীদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা ছোটবড় প্রতিষ্ঠানও এগিয়ে আসছে সাধ্যমত। ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল ও মহাজন ফাউন্ডেশন নামের সংগঠন দু’টিও পিছপা হয়নি। তারা মানবিকতার হাত বাড়িয়ে “মানবিক ষ্টোর” নামে দোকান চালু করেছে। অাজ (৩১ মার্চ) মঙ্গলবার দুপুর ২ টা থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে নিত্য পণ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, লোকসমাগম পরিহার করে এবং সকলের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করেই এসব পণ্যসামগ্রী বিতরণ করা হবে। পুরান ঢাকার আল রাজ্জাক হোটেল সংলগ্ন বংশালে অবস্থিত হাজী জুম্মন কমিউনিটি সেন্টারে থেকেই এসব পণ্যসামগ্রী বিতরণ করা হবে। তারা অারও বলেন, প্রতিদিন ১০০ টি দুস্থ পরিবার ও দিনমজুর এই দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে চাল, ডাল, আটা, স্যানিটাইজার, আলু, পেয়াজ, লবণ, সয়াবিন তেল, সাবানসহ সর্বোচ্চ তিন দিনের নিত্যপ্রয়োজনীয় বাজার বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ২ এর সংসদ সদস্য জিন্নতুল বাকিয়া, বংশাল থানা আ. লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাদল, ক্লাবের উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, ইমতিয়াজ, ইসমাইল, ফায়সালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

চলমান করোনার প্রভাবে লকডাউন চলাকালীন সময়ে সমাজের গরীব, দুস্থ মানুষ, সুবিধা বঞ্চিত পথশিশু ও অসহায় দিন মজুরদের পাশে থাকার প্রত্যয় নিয়েই এ মহতী উদ্যোগের কথা জানান ইয়ুথ ক্লাবের উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন বলেন, আমরা মানুষের যে কোন বিপদের সময় তাদের পাশে থেকে কাজ করে থাকি।

উল্লেখ্য, এর আগেও সংগঠন দু’টি বিনামূল্যে মাস্ক বিতরণ, করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করেন। এছাড়া লালবাগ, বংশাল, নয়া বাজার, বাবু বাজারসহ কয়েকটি স্থানে পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করেছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম