মাহবুবুর রহমান – করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরন ও সচেতনামূলক প্রচারনা করছে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন ।
দুপুরে বেগমগঞ্জ চৌরাস্তায় হতদরিদ্র ও অসহায় সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেন। এছাড়া রাস্তাঘাট ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা চালান।
এ সময় জেলা পু্লশি সুপার আলমগীর হোসেন বলেন, করোনা ভাইরাস এর কারনে সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে এ সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসসময় বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারনুর রশিদ চৌধুরী, চৌমুহনী পুলিশ ফাড়ির ইনচার্জ মিজান পাঠান, বেগমগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ফারুক হোসেন, চৌমুহনী পৌরসভার কমিউনিট পু্লেিশর সাধারন সম্পাদক মহিউদ্দিন মহিন উপস্থিত ছিলেন।