রাসেল মাহম্মুদ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) অপহরণের পর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেনকে (২৩) শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মকবুল আহম্মেদ ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এক এসএসসি পরীক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ইভটিজিং করতো শাহাদাত ও তার সহযোগিরা। গত ৩ মার্চ মঙ্গলবার সকালে ওই ছাত্রী প্রাকটিকাল খাতা জমা দিতে স্কুলে যাওয়ার পথে শাহাদাত ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার (৫ মার্চ) থানায় সাধারণ ডায়েরী করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান প্রযুক্তির মাধ্যমে অপহৃতার অবস্থান নিশ্চিত হয়ে এসআই মাহফুজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে আসামী শাহাদাতকে আটক ও অহৃতাকে উদ্ধার করে।
এসআই মাহফুজুর রহমান জানান, অপহরণের পর সাজানো বিয়ের এফিডেবিটের নামে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে শাহাদাত। পরে ধর্ষিতার জবানবন্দির ভিত্তিতে তার বাবা থানায় অপহরণের পর ধর্ষণ আইনে মামলা রুজু করলে আসামী শাহাদাতকে জেলহাজতে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, স্কুলছাত্রী মঙ্গলবার (৩ মার্চ) অপহরণ হলেও তার পরিবার থানাকে অবহিত করে গত বৃহস্পতিবার। তারপরও অভিযোগ পাওয়ার ১২ ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।