রাসেল মাহম্মুদ, নোয়াখালী প্রতিনিধিঃ
করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশে কার্যত গৃহবন্দীর মতো হয়ে আছে সকল শ্রেনী পেশার মানুষ। এ অবস্থায় চরম সংকটে পড়েছে কর্মজীবি হতদরিদ্র লোকজন। এদের সহযোগীতায় এগিয়ে এসেছে সমাজের বিত্তশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। তাদেরই একজন ফখরুল ইসলাম রাহাত। তরুন উদ্যমী এ ব্যাংকার ও জনহিতৈষী যুবক সহযোগীতায় এগিয়ে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে “লক ডাউনে” আটকে পড়া হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।