অানোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, সুধীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে এ উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন এর সভাপতিত্বে এবারের প্রতিপাদ্য বিষয় ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক মোল্লা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।