# আফজাল হোসাইন মিয়াজী
এ দেহে প্রাণ আছে
ক্ষুধার জ্বালা আছে;
মনেরও সাধ আছে
বাঁচার আকুতি আছে।
মাটির পৃথিবী আছে
জীবন বাস্তবতা আছে,
সন্তানের হাসি আছে
ঘৃণা অবহেলা আছে।
জীবনের মান নেই
মুখেও খাবার নেই,
উচ্চাকাঙ্খাও নেই
হিংসা বিদ্বেষ নেই।
মাথায় ছাদ নেই
মুখের হাসি নেই,
বলার ভাষা নেই
কষ্টের অন্ত নেই।
যেখানে রাত আসে
সেখানে মাথা গুঁজে,
নর্দমার আশেপাশে
বাঁচতে খাবার খুঁজে।