নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটের শরনখোলা উপজেলার মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামস্ জেরিন শাওন মাত্র ৩ দিনের ছুটি নিয়ে একমাস ধরে বিদ্যালয়ে অনুপাস্থিত রয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের অন্যন্য শিক্ষকদের মাঝে চঁাপা ক্ষোভ বিরাজ করলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই শিক্ষিকার ফেব্রুয়ারি মাসের বেতন ভাতার সম্পুর্ন টাকা ইতোমধ্যে তার ব্যাংক হিসাবে জমা করে দিয়েছেন। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল নিয়ম বর্হিভুত এ ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছেন বলে দাবী করেছেন।
প্রধান শিক্ষক জানান, শামস্ জেরিন শাওন ২০১৬ সালের ১৪ জানুয়ারি শরনখোলা উপজেলার মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (শাখার) শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষিকা শাওন গত ১০ ফেব্রুয়ারি মাত্র ৩ দিনের ছুটি নেয় । তার পর থেকে একমাস ধরে তিনি স্কুলে আসছেন না। পরে আমি ফোনে যোগাযোগ করলেও তিনি আজ-কাল করে আজ-কাল বলে এ পযুন্ত আসেনি। তাই বাধ্য হয়ে বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে লিখিত ভাবে জানিয়েছি এবং তার হাজিরার স্থলে লাল কালি দিয়ে দাগ টেনে রেখেছি।
এ বিষয়ে শিক্ষিকা শাওন বলেন,আমি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় ভর্তি হয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র পৌছাতে দেরি হওয়ায় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে,বিষয়টি আমি হেড় স্যারকে জানিয়েছি। যদি বিষয়টি এখন তিনি অস্বীকার করেন তা অত্যান্ত দুঃখ জনক।
শরনখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে শাওনকে ফোন করা হয়েছে। তিনি উচ্চ শিক্ষার জন্য ভর্তি হওয়ায় স্কুলে অনুপাস্থি রয়েছে। তবে তার কাছে ভর্তির কাগজপত্র চাওয়া হয়েছে। দিতে ব্যার্থ হলে তার বিরুদ্বে বিধিগত ব্যাবস্থা নেওয়া হবে। কোন সরকারী কর্মকতার্-কর্মচারী যথাযথো কতর্ৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া উচ্চ শিক্ষার জন্য ভর্তি ও কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারেন কি না ? তা জানতে চাইলে এই কর্মকতার্ কোন উত্তর দেননি।