শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি মোঃ সাইফুল্লাহঃ আজ ১০ মার্চ,
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্ততি
টেকসই উন্নয়নেে আনবে গতি।
এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে পালিত হয়েছে র্্যালী,আলোচনা সভা,ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া। সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃমসিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান ও উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে এক র্্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে শ্রীপুর সরকারি কলেজের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও কলেজ চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান । ব্যাতিক্রমি এ মহড়া উপভোগ শেষে দিনের কার্যক্রম শেষ করা হয়। মোঃ সাইফুল্লাহ/ শ্রীপুর মাগুরা)প্রতিনিধি