নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
করনো ভাইরাসের সংক্রমন এড়াতে বাগেরহাটের শরনখোলা উপজেলার ৪টি ইউনিয়নের সকল সাপ্তাহিক হাট বাজার বন্ধ করার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রসাশন । সোমবার দুপুরে করনো সচেতনতা মুলক এক বৈঠকে উপজেলা নির্বাহি কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন এ নির্দেশ দেন । তিনি বলেন, করনো প্রতিরোধে ওই বাজার গুলো সাময়িক বন্ধে এমন সিদ্বান্ত নেওয়া হয়েছে । তবে, ওষুধ ,কঁাচামাল ও মুদি দোকান খোলা থাকবে । এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরতাদের নিজ নিজ ্লাকায় জন সাধারনের ঞ্জ্যাথার্থে মাইকিং করতে বলা হয়েছে ।
শরনখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন বলেন , অত্র উপজেলায় বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ১৫৬জন । তার মধ্যে হোম করেন্টাইনে আছেন ৪৮ জন ।