1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহজালাল বিমানবন্দরে আটকে আছেন ইউরোপফেরত ৩ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে আটকে আছেন ইউরোপফেরত ৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ১৮১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সুইডেনপ্রবাসী মেয়েকে দেখতে গিয়েছিলেন দুই বাংলাদেশি মোজাম্মেল হক ভূঁইয়া (৫৯), তাঁর স্ত্রী রাফিজা আফরোজ (৪৮)। রায়হানা বেগম (৬৩) নামের আরেক নারীও সুইডেনে আত্মীয়ের কাছে যান। দেশের ফেরার টিকিট তাঁদের আগেই কাটা ছিল। তারিখ ছিল ১৬ মার্চ। গত শনিবার বাংলাদেশ সরকার ইউরোপের সব দেশ থেকে আকাশপথে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দিলে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। বাংলাদেশে পৌঁছানোর আশ্বাস দিলে এই তিন বাংলাদেশি কাতার এয়ারওয়েজের দোহাগামী ফ্লাইটে ওঠেন। কিন্তু দোহা বিমানবন্দরে আসার পর তাঁদের ঢাকাগামী ফ্লাইটে নিতে পারবে না বলে জানায় কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ। প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে আজ বুধবার সকালে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠেন মোজাম্মেল হক ভূঁইয়া, রাফিজা আফরোজ ও রায়হানা বেগম। তবে অবতরণের পর বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে এই তিন বাংলাদেশিকে। সন্ধ্যা সাতটার দিকে মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, ‘বিমানবন্দরে আসার পর আমাদের বসিয়ে রাখা হয়েছে। শোনা যাচ্ছে আমাদের নাকি পুশব্যাক করা হবে। আমাদের ইমিগ্রেশন কার্যক্রম করানো হয়নি। শুনেছি সিভিল এভিয়েশন চেয়ারম্যান আমাদের অনুমতি দিচ্ছে না। ঢাকায়ও আমাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। করোনার লক্ষ্মণ বা জ্বর পাওয়া যায়নি।’

তিনজনকে আটকে রাখার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ার‌্যাম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান মুঠোফোনে বলেন, ‘এই তিনজনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।’

এর আগে গতকাল দোহা বিমানবন্দরে থাকা অবস্থায় মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, ‘সুইডেনে থাকা মেয়েকে দেখার জন্য গত ২০ ফেব্রুয়ারি সেখানে যাই। আমাদের ফেরার টিকিট কাটা হয় কাতার এয়ারওয়েজে। তারিখ ১৬ মার্চ। গত শনিবার বাংলাদেশ সরকার ইউরোপের সব দেশ থেকে আকাশপথে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দিয়েছে—এমন তথ্য জানার পর আমি এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করি। কাতার এয়ারওয়েজ আমাদের জানায়, তারা আমাদের ঢাকায় পৌঁছে দিতে পারবে। গতকাল সোমবার সকাল ৮টা ৫ মিনিটে আমরা স্টকহোম বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের কিউআর ১৭০ ফ্লাইটে উঠি। স্টকহোম এয়ারপোর্ট থেকে আমাদের স্টকহোম-কাতার এবং কাতার-ঢাকা দুটি বোর্ডিং পাসই দেওয়া হয়। কাতার থেকে ঢাকায় আসার জন্য দোহা বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৬টা ৫ মিনিটে আমাদের কিউআর ৬৩৮ ফ্লাইটে আসার কথা ছিল। এই বোর্ডিং পাস পেয়ে আমরা নিশ্চিত হই আমরা ঢাকায় পৌঁছাব। পরে কাতার সময় বিকেল ৪টা ১৫ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে কিউআর ১৭০ ফ্লাইটটি পৌঁছায়। ফ্লাইটটিতে আমরা তিন বাংলাদেশিসহ ১১ থেকে ১২ জন যাত্রী ছিলেন। দোহায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের জানানো হয়, আপনাদের ঢাকায় নেওয়া হবে না। সুইডেনে ফেরত যেতে হবে। আমাদের জানায়, আমাদের তো সুইডেনের ট্রাভেল ভিসা শেষ। এ কথা জানার পর তারা আমাদের পাসপোর্ট নিয়ে নেয়।’

জানা গেছে, দোহায় আটকে থাকার পর মোজাম্মেল হক কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। কাতারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে তাঁরা ঢাকায় আসেন।

গতকাল মোজাম্মেল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেছিলেন, ‘গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত আমাদের বিমানবন্দরের ট্রানজিট ডেস্কের সামনে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। পানি আর সামান্য খাবার ছাড়া কিছুই সরবরাহ করেনি এয়ারওয়েজ কর্তৃপক্ষ। থাকার কোনো জায়গা দেয়নি। মানবেতর অবস্থায় রয়েছি আমরা।’

মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের কী করবেন, জানতে চাইলে কাতার এয়ারওয়েজ ইন্দোনেশিয়ায় যাওয়ার অফার করে। আমাদের বলা হয়, ইন্দোনেশিয়ায় আপনাদের পাঠিয়ে দিতে পারি। জাকার্তা বিমানবন্দরে নামিয়ে দেব। সেখান থেকে আমরা কী করব, এর কোনো উত্তরই তারা দেয়নি। দায় এড়াতেই এটা করতে চাইছে তারা।’

রাফিজা আফরোজ জানান, তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে থেকে তিনি খুবই অসুস্থ।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় বাংলাদেশ সরকার গত শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে আকাশপথে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দেয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়ে ছিলেন, রোববার রাত ১২টার পর থেকে ১৪ দিনের জন্য যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো থেকে বাংলাদেশে ঢোকায় নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরে গত সোমবার দুপুর ১২টা থেকে ইউরোপ থেকে আসা যাত্রীদের জন্য বাংলাদেশের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এই নির্দেশনা লিখিতভাবে সব এয়ারলাইনসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়। রোববার সিভিল এভিয়েশনের পক্ষ থেকেও বলা হয়েছিল, কোনো বিমান সংস্থা ইউরোপ থেকে যাত্রী বহন করতে পারবে না। এরপরও ইউরোপ থেকে সোমবার সন্ধ্যায় ৯৬ যাত্রী নিয়ে ঢাকায় আসছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। কিউআর ৬৩৪ নম্বরের ওই ফ্লাইট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ফ্লাইটটির অবতরণের কথা ছিল। কিন্তু এটি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অবতরণ করার কথা। যাত্রীদের মধ্যে ৬৮ জন ইতালি থেকে এবং ১৮ জন জার্মানি থেকে আসছেন। এ ছাড়াও কাতারে ইউরোপ থেকে তিন বাংলাদেশিকে নিয়ে বিকেল চারটায় নামে কিউআর ১৭০ ফ্লাইটটি। পরে কিউআর ৬৩৮ ফ্লাইটে ঢাকা আসার কথা ছিল ওই বাংলাদেশিদের। তবে এখন দোহা বিমানবন্দরে আটকা আছেন ওই তিনজন। ওই তিনজনের অভিযোগ, তাঁদের বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না কাতার এয়ারওয়েজ।

গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। কাতার এয়ারওয়েজ নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের এনেছে। এখন এই বাংলাদেশিদের কীভাবে দেশে আনা যায়, সে বিষয়ে চিন্তা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম