নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সাতকনিয়া থানা পুলিশের অভিযানে রুমালিয়ার ছরার আসফা বেগম ও তার সহযোগীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
২৩ মার্চ (সোমবার)বিকাল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)শফিউল কবিরের নেতৃত্বে একদল অফিসার সঙ্গীয়ফোর্সসহ সাতকানিয়া থানাধীন পূর্ব ছদাহা এলাকায় হরিনতোয়া ফকিরহাট বাজারগামী একটি সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ ওই দুই পাচারকারীকে আটক করে।
আটক আসামীরা হলেন,১। মোসাঃ আরফা বেগম( ৪৬)স্বামী-মৃত ছলিম,স্হায়ী ঠিকানা-দক্ষিণ রুমালিয়ার ছড়া,৭ নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা।বর্তমানে কেউচিয়া মাদারবাড়ী, সাতকনিয়া- চট্টগ্রাম।২। মোঃ আবুল হোসেন,পিতা মৃত আমির হামজা,সাং-পূর্ব ছদাহা সন্দীপ্যাপাড়া, সাতকানিয়া- চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানান।