আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীনগরে বর্ণঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মার্চ রবিবার সকাল ১০ টায় উপজেলার এম.রহমান কমপ্লেক্স হতে আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন আই.এস.ও সার্টিফাইড প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে,ফারিষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডসহ বিভিন্ন বীমা কোম্পানীর লোকজন বাদ্য-বাজনাসহ এক বর্নাঢ্য র্যালী বের করে। র্যালীটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌছালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নিগার সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তি বর্গের অংশ গ্রহনে র্যালটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সকাল সারে ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট বীমা সংগঠক প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শ্রীনগর উপজেলা শাখার প্রধান জে.ই.ভি.পি ও শ্রীনগর প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুর ইসলাম, আরো বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুন-উর- রশিদ, প্রচার সম্পাদক আবু হানিফা মোঃ নোমান। এ সময় বীমা সংগঠকদের মধ্যে ইপস্থিত ছিলেন, ফারিষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বালাশুর শাখার বিছি ইনচার্জ মোঃ কামরুজ্জামান টিটু ও শ্রীনগর শাখার বিছি ইনচার্জ আবুল কালাম, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ইনচার্জ মোঃ আমজাদ হোসেন, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বালাশুর শাখা ইনচার্জ মোঃ আলতাফ হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এ.জেড.আই উত্তম কুমার দাস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ডিসি মো জসিম উদ্দিনসহ বিভিন্ন বীমা কোম্পানীর কয়েকশত কর্মী । এছারা সামাজিক, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।