1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা অজেয়? সবাই আক্রান্ত হয়ে প্রতিরোধ শক্তি বাড়িয়ে তবেই মুক্তি? - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বসেছিলো বিনা পয়সার বাজার, সদাই কিনলেন ২’শ দরিদ্র মানুষ ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন 

করোনা অজেয়? সবাই আক্রান্ত হয়ে প্রতিরোধ শক্তি বাড়িয়ে তবেই মুক্তি?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৬৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব যখন বিপর্যস্ত তখন এ থেকে সুরক্ষার সঠিক উপায় খুঁজে বেড়াচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, একজন ব্যক্তি যদি শরীরে এন্টিবডি ডেভেলপ করেন তবে তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারেন, আর তা হতে পারে একটি টীকার মাধ্যমে। কিংবা আক্রান্ত হওয়ার পরও এন্টিবডির কারণে সেরে উঠবেন।

তাদের মতে, রোগটাকে তার মতো ছেড়ে দিতে হবে, ফলে সমাজের সবাই বা বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হবে। কিন্তু শরীরে এন্টিবডি ডেভেলপ করলে তাদের অনেকে সুস্থ হয়ে যাবে আবার অনেকে আক্রান্তও হবে না। এভাবে যথেষ্ট পরিমাণ মানুষ যদি নিজেদের সুরক্ষিত করতে পারেন তা হবে ‘হার্ড ইমিউনিটি’ বা সমষ্টিগত রোগপ্রতিরোধ ব্যবস্থা। যা পুরো জনসংখ্যার মাঝেই ছড়িয়ে দেয়া যেতে পারে। এভাবে পুরো জাতি বা দেশকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত বা নিরাপদ করা যেতে পারে। এটিই হবে কার্যকর উপায়।
এন্টিবডির টিকা যদি দেশজুড়ে বিতরণ করা যায় তাহলে হার্ড ইমিউনিটি সম্ভব হবে। তবে এ জন্য আরো কমপক্ষে ১৮ মাস সময় লাগতে পারে। এ বিষয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কোচেয়ার মেলিন্ডা গেটস বলেন, ‌‌‌‌’আপনি হার্ড ইমিউনিটি অর্জন করতে পারবেন না যতক্ষণ না জনসংখ্যার একটি বিশাল অংশের মধ্যে রোগটি বিদ্যমান থাকে। কারণ এ মূহুর্তে বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে। ফলে হার্ড ইমিউনিটির পরীক্ষা- নিরীক্ষা এখন করা যাবে না। রোগটি যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে তখন এটি হতে পারে।’

এ বিষয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির এপিডেমিওলোজিস্ট মার্ক লিপস্টিচ বলেন, ‌’এটি ১৯১৮ সালে আসা ফ্লুর মতো। করোনা থেকে মুক্তি মিলতে পারে যদি আমরা অন্তত ৫০ শতাংশ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারি। সেটা টীকার মাধ্যমে হতে পারে বা বিকল্প পদ্ধতিতে হতে পারে। কিন্তু এ মূহুর্তে আমরা জানিনা আসলে কি পরিমাণ মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত। কারণ টেস্টের ব্যবস্থা অপ্রতুল।’

কোন কোন বিশেষজ্ঞ একটি টিকার মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জনের পথে এগোনোর পরামর্শ দিচ্ছেন। আমেরিকার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এপিডেমিওলোজি অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস এর অধ্যাপক ড. গ্রেটা বয়ার বলেন, ‘এ মূহুর্তে আমাদের প্রচলিত এ পদ্ধতিগুলো দিয়েই রোগের বিস্তার রোধ করতে হবে। পরবর্তীতেতে আমরা হার্ড ইমিউনিটিতে যেতে পারি। সেটা আমরা ধীরে ধীরে যেতে পারি কিংবা একটি কার্যকর টীকার মাধ্যমে এগোতে পারি।’
এদিকে বেইজিংয়ে বিজ্ঞানীদের একটি দল বেশকিছু এন্টিবডি (ক্ষতিকর জীবাণু ধ্বংসকারী পদার্থ) আলাদা করে দাবি করেছেন নতুন করোনা ভাইরাস ঠেকাতে এটি ‘অত্যন্ত কার্যকর’ হবে। বিজ্ঞানীদের দাবি করোনা ভাইরাস মানবসেল বা জীবকোষে প্রবেশের আগেই আটকে দেবে এ ওষুধ। সব পরীক্ষা ঠিকঠাক হলে কভিড-১৯ চিকিৎসায় এ ওষুধ যুগান্তকারী ভূমিকা রাখবে।

জ্যাংগ লিংকির নেতৃত্বাদীন গবেষক দলটি জানায়, গত জানুয়ারিতে সেনঝেনের একটি হাসপাতালে এ নিয়ে গবেষণা শুরু হয়। কভিড-১৯ চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের শরীর থেকে রক্ত নিয়ে সেখান থেকে এন্ডিবডি বিশ্লেষণ করা হয়। তা থেকে আলাদা করা বেশিকিছু এন্ডিবডি এ রোগের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণিত হয়।

জ্যাংগ বলেন, ‘২০ টি এন্টিবডি পরীক্ষা করা হয়, সেখান থেকে চারটি এন্টিবডি ভাইরাসকে সেলে প্রবেশের আগে আটকে দেয়। সব ঠিক থাকলে প্রাথমিকভাবে এ ওষুধ প্রাণীদেহে পরীক্ষা করা হবে, তারপর মানব দেহে। এ ক্ষেত্রে আরো ছয়মাস লাগবে। এরপর দ্রুত এটি বাজারে আনার চেষ্টা করা হবে, যদিও এ প্রক্রিয়ায়ও কিছু সময় লাগবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম