মাহবুবুর রহমান : নোয়াখালী চাটখিল- সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন হাসপাতাল, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন কার্যলয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের পক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই সহ স্বাস্থ্য সচেতনমূলক এই সামগ্রীগুলো বিতরণ করেন।
রবিবার সকালে থেকে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাইনুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক ও পিপিই সহ ৮ হাজার সামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েম এসব উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য আবু সায়েম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সূবর্ণা মরিয়ম লুবনা সহ উপজেলা আওয়ামীলীগের ।