মাহমুদুল হাসান হৃদয়, নারায়ণগঞ্জ : রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
জোরালো দাবি থাকলেও এখনই করোনার নমুনা পরীক্ষাগার স্থাপন হচ্ছে না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে দু’টি স্থানে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। বুথ স্থাপনের জন্য শহরের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ও সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ স্কুল এন্ড কলেজ নির্ধারন করা হয়েছে।
কাল থেকে দুটি স্থানে করোনা রুগি শনাক্ত করন পরীক্ষা করা হবে।স্থান নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধিরগঞ্জ এম ডাব্লিউ স্কুল এন্ড কলেজ।