স্টাফ রিপোর্টার।।
করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে ইনোভেটিভ যুব ফাউন্ডেশন।
বুধবার রাতে কর্মহীন, অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইনোভেটিভ যুব ফাউন্ডেশন এর পরিচালক আলিউল কবির , সাধারন সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্য সদস্যদের উপস্থিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরের মধ্যে কাটাতে হচ্ছে। তাই কর্মহীন হয়ে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর এসব মানুষগুলো। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ইনোভেটিভ যুব ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মহীন মানুষের মাঝে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে। এভাবে অসহায় দিনমজুরদের পাশে সহযোগিতার জন্য সমাজের বিত্তশালীসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান ইনোভেটিভ যুব ফাউন্ডেশনের পরিচালক আলিউল কবির ।