এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সোমবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় ছয় সক্রিয় ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় (ঢাকা মেট্টো- ১৬১৭১৯)।
আটককৃত ডাকাতরা হলো- সবুজ মিয়া (২৫), সুজন মিয়া (২২), শেখ ফরিদ (২৩), ইব্রাহিম মিয়া (৩০), হাবিব মিয়া(৩৫), রাতুল আহম্মেদ (১৮)।
পুলিশ জানায়, সোমবার রাতে কলেজ গেইট এলাকায় ডাকাত দলের মাইক্রোবাসটি দেখে সন্দেহ হয় পুলিশের। এসময় পুলিশ মাইক্রোবাসটির চালককে থামতে নির্দেশ দিলে চালক নির্দেশ অমান্য করে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, এই দলটি বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। কিছুদিন আগে টঙ্গীর তিলারগাতি এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা এরাই ঘটিয়েছিল।