1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের কাশিনগরে কর্মহীন শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব সিআইপি মনোনীত হলেন রাউজানের নজরুল ইসলাম সিরাজদিখানে অঙ্গীকারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও  সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন সাইবার ইউজার দলের উদ্যেগে জামালপুর সরিষাবাড়িতে ৩১ দফা প্রচার

চৌদ্দগ্রামের কাশিনগরে কর্মহীন শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ১৯৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের খেটে-খাওয়া দিনমজুর শ্রমিক সহ নিম্ন আয়ের গরীব-অসহায় শতাধিক পরিবারের পাশে এসে দাঁড়ালেন মেসার্স ঈশা এন্টারপ্রাইজ এর পরিচালক হাজী ইলিয়াস হাজারী। এসময় তিনি প্রতিটি পরিবারের মাঝে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন। অবাক করার বিষয় হলো কোন প্রকার ফটোসেশন বা প্রচার-প্রচারণা ছাড়াই এই অনুদান সামগ্রী কর্মহীন হয়ে পড়া প্রতিটি পরিবারের নিকট নিজে গিয়ে পৌঁছে দেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ কালে হাজী ইলিয়াছ হাজারী, উপস্থিত উৎসুক জনতার সামনে হাত জোড় করে অনুরোধ করেন, কেউ যাতে অতি উৎসাহী হয়ে ফটো না তুলেন। চলমান প্রেক্ষাপটে সম্পূর্ণ ব্যতিক্রম এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমটি কাশিনগর ইউনিয়ন সহ সমগ্র উপজেলা জুড়ে প্রশংসার ঝড় তুলেছে। জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগির কান্দি গ্রামের সম্ভ্রান্ত হাজারী পরিবারের কৃতি সন্তান সাবেক চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম হাজারীর ভাতিজা হাজী ইলিয়াস হাজারী চলমান করোনা মহামারিতে লকডাউনে থাকা কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি, খুন্তা, জুগীপাড়া, মজলিশপুর, অশ্বদিয়া, শাহপুর, সহ আশেপাশের বিভিন্ন গ্রামের খেটে-খাওয়া মানুষ, রিক্সা চালক, অটো চালক, দিনমজুর সহ কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে এক সপ্তাহের খাদ্য ও নিত্যপ্রয়জনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও নগদ ৫০০ টাকা। ইউনিয়নের দরবেশ মার্কেটে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে হাজী ইলিয়াস হাজারীর মালিকানাধিন মেসার্স ঈশা এন্টারপ্রাইজ এর সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ কালে উৎসুক জনতার ভিড় জমে। এসময় তিনি সকলের নিকট করজোড়ে অনুরোধ করেন কেউ যেন অতি উৎসাহী হয়ে মোবাইলে ফটো না তুলেন। এসময় তিনি আরো বলেন, “আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করেছি কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, চলমান পরিস্থিতিতে তালিকা প্রণয়ন করে তাদের ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। একমাত্র আল্লাহ্ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি গরীব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। এতে ডাক-ঢোল পিটিয়ে লোক দেখানোর কিছু নেই। তাছাড়া যাদেরকে আমরা এসকল সামগ্রী বিতরণ করছি, তারা সকলে আমাদের সমাজের-ই খেটে-খাওয়া মানুষ, তারা আমাদের প্রতিবেশি ও আত্মীয়ও বটে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম