মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর মিতালী ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের সেবায় মিতালী ক্লাবের সদস্যদের পকেট খরচের টাকা বাঁচিয়ে হতদরিদ্র ও দিনমজুরদের ১৮টি পরিবারের মাঝে বুধবার (১ এপ্রিল) সকালে চাল, ডাল, আলু, আটা, তেল, পেঁয়াজ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা, মো. মিজান, সাধারণ সম্পাদক আবু মূসা, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার হামিদ রনি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।