দেবদুলাল মুন্না | আমার কেন যেন মনে হয়েছিল সরকার জাফরুল্লাহ চৌধুরীর পাশে নেই।আপনাদের মনে আছে তিনি মাত্র ৩০০ টাকায় মুল্যে বিক্রির জন্য কিট বানানোর ঘোষণা দিয়েছিলেন।সরকার তখন সাড়া দিয়েছিল।এরপর কি ঘটল? তিনি বানানো শুরু করলেন। যেদিন উৎপাদন শেষে জমা দিবেন মানে ১১ এপ্রিল এর আগের দিন রাতে তার ল্যাবের বিদ্যুত চলে গেলো। মানে শেষ।কিন্তু তিনি তো হাল ছাড়ার মানুষ না। আবার শুরু করলেন কাজ। সরকারের পক্ষ থেকে বলা হলো বিদ্যুতের আর সমস্যা হবে না। হলোও না।তার পক্ষের লোককে এর জন্য গত কয়েকদিনে ওষুধ মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকতে হয়েছে। এনিওয়ে আজ করোনাভাইরাসের টেস্টিং কিট হস্তান্তর করার কথা ছিল সরকারের কাছে।
কিন্তু টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে আসেননি স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের কোনও প্রতিনিধি। আসেননি ওষুধ প্রশাসনের কোনও কর্মকর্তাও। যদিও এই অনুষ্ঠানের মাধ্যমে গণস্বাস্থ্যের টেস্টিং কিট চূড়ান্ত অনুমোদনের জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথা ছিল। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনিও কোনও উত্তর দেননি। ফলে এখন তারা এসব কিট নিজ উদ্যোগে ওষুধ প্রশাসন অধিদফতরের কাছে পৌঁছে দেবেন।
বুঝলাম তিনি পৌঁছে দিবেন। কিন্তু কি মনে হয়, এর সুফল আমরা পাবো কি ? এখানে আরেকটি ব্যাপার, হয়তো সরকার এই মহামারীকালে প্রকাশ্যে বাঁধা দিলে সমালোচনার সম্মুখীন হবে বলে ‘না’ করেনি।কিন্তু চাচ্ছে না আসলে। সরকার কিট আমদানি করলে
পাবে শতকোটি টাকার কমিশন। আর গণস্বাস্থ্যের টা নিলে পাবে না কিছু, এটার তো হিসাব মনে রাখতে হবে আপনাদের।মনে রাকতে হবে অনুমোদন দেওয়ার আগে সরকারপক্ষীয়রা তো নুন্যতম
সৌজন্যতাবশত আজকের অনুষ্ঠানে যেতে পারতেন। আন্তরিকতা দুরে থাক।আপাতত দৃষ্টিতে জাফরুল্লাহকে আপনাদের সরল মনে হচ্ছে? আমার কাছে কিন্তু তা ও মনে হচ্ছে না। মনে হচ্ছে এনিয়ে তিনিও সরকার বা রাষ্ট্রের নিস্পৃহতার যে মুখোশ সেটিকে উন্মোচন করতে যাচ্ছেন।
মানে প্রকাশ্যে একরকম অপ্রকাশ্যে আরেক রকম এই তো রাজনীতির অংক কষা।
শেষ অব্দি সরকার জিতলে বাংলাদেশ হারবে।এই তো?
[ সাথে যে ছবি দেওয়া হলো সেটি মুক্তিযুদ্ধের পরপরই।জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে ফিল্ড হাসপাতাল করেছিলেন, বৃটিশ সার্টিফিকেট ছিঁড়ে দেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। শেখ মুজিব তাকে কাছের মানুষ ভাবতেন। কতো কি এসব নিয়ে এ ম্যাগাজিনে কাভার স্টোরি হয়েছিল।আমরা ধারণা, আবারও বলছি, জাফরুল্লাহ জিতে গেলেন। হারল সরকার।]