1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকার কোন এলাকায় কতজনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

ঢাকার কোন এলাকায় কতজনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ১৯৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) যেসব এলাকায় শনাক্ত হয়েছে তার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত ঢাকার মোট ১১৫টি এলাকায় ৮৪৩ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

দেখে নিন, ঢাকার কোন এলাকায় কতজনের করোনা শনাক্ত হয়েছে :
০১. আদাবর ৫ জন।
০২. আগারগাঁও ৫ জন।
০৩. আরমানিটোলা ১ জন।
০৪. আশকোনা ১ জন।
০৫. আজিমপুর ১৩ জন।
০৬. বাবুবাজার ১১ জন।
০৭. বাড্ডা ৮ জন।
০৮. বেইলি রোড ৩ জন।
০৯. বনানী ৮ জন।
১০. বংশাল ১৬ জন।
১১. বানিয়ানগর ১ জন।
১২. বাসাবো ১৭ জন।
১৩. বসুন্ধরা ৬ জন।
১৪. বেগুনবাড়ী ১ জন।
১৫. বেগমবাজার ১ জন।
১৬. বেড়িবাঁধ ১ জন।
১৭. বকশীবাজার ১ জন।
১৮. বছিলা ১ জন।
১৯. বুয়েট এরিয়া ১ জন।
২০. ক্যান্টনমেন্ট ১ জন।
২১. সেন্ট্রাল রোড ১ জন।
২২. চানখাঁরপুল ৭ জন।
২৩. চকবাজার ১২ জন।
২৪. ঢাকেশ্বরী ১ জন।
২৫. ডেমরা ৩ জন।
২৬. ধানমণ্ডি ২১ জন।
২৭. ধোলাইখাল ১ জন।
২৮. দয়াগঞ্জ ১ জন।
২৯. ইস্কাটন ৬ জন।
৩০. ফরিদাবাদ ১ জন।
৩১. ফার্মগেট ১ জন।
৩২. গেণ্ডারিয়া ১৬ জন।
৩৩. গোড়ান ১ জন।
৩৪. গোপীবাগ ৩ জন।
৩৫. গ্রিন রোড ১০ জন।
৩৬. গুলিস্তান ৩ জন।
৩৭. ওয়ারীতে ২৮ জন।
৩৮. গুলশান ১৪ জন।
৩৯. হাতিরঝিল ১ জন।
৪০. হাতিরপুল ৩ জন।
৪১. হাজারীবাগ ১৬ জন।
৪২. ইসলামপুর ২ জন।
৪৩. জেলগেট ২ জন।
৪৪. যাত্রাবাড়ী ২৫ জন।
৪৫. জিগাতলা ৫ জন।
৪৬. জুরাইন ৩ জন।
৪৭. কল্যাণপুর ২ জন।
৪৮. কামরাঙ্গীরচর ৪ জন।
৪৯. কাজীপাড়া ৩ জন।
৫০. কারওয়ান বাজার ১ জন।
৫১. কচুক্ষেত ১ জন।
৫২. খিলগাঁও ২ জন।
৫৩. খিলক্ষেত ১ জন।
৫৪. কলতাবাজার ১ জন।
৫৫. কদমতলী ২ জন।
৫৬. কোতোয়ালি ৪ জন।
৫৭. কুড়িল ১ জন।
৫৮. লালবাগ ২৩ জন।
৫৯. লক্ষ্মীবাজার ৫ জন।
৬০. মালিটোলা ১ জন।
৬১. মালিবাগ ৪ জন।
৬২. মানিকদী ১ জন।
৬৩. মাতুয়াইল ১ জন।
৬৪. মীরহাজীরবাগ ২ জন।
৬৫. মিরপুর ১-এ ৮ জন।
৬৬. মিরপুর ৬-এ ৩ জন।
৬৭. মিরপুর ১০-এ ৭ জন।
৬৮. মিরপুর ১১-এ ১৩ জন।
৬৯. মিরপুর ১২-এ ১১ জন।
৭০. মিরপুর ১৩-এ ২ জন।
৭১. মিরপুর ১৪-এ ৬ জন।
৭২. মিটফোর্ড ২৬ জন।
৭৩. মগবাজার ১১ জন।
৭৪. মহাখালী ১২ জন।
৭৫. মোহনপুর ১ জন।
৭৬. মোহাম্মদপুর ৩৪ জন।
৭৭. মতিঝিল ১ জন।
৭৮. মুগদা ৩ জন।
৭৯. নবাবপুর ১ জন।
৮০. নবাবগঞ্জ ২ জন।
৮১. নারিন্দা ৩ জন।
৮২. নাখালপাড়া ৫ জন।
৮৩. নিমতলী ৪ জন।
৮৪. নিকুঞ্জ ১ জন।
৮৫. পীরেরবাগ ২ জন।
৮৬. পুরানা পল্টন ২ জন।
৮৭. রাজারবাগ ১৩ জন।
৮৮. রামপুরা ৪ জন।
৮৯. রমনা ৫ জন।
৯০. রায়েরবাগ ১ জন।
৯১. রাজাবাজার ১ জন।
৯২. রায়েরবাজার ১ জন।
৯৩. সবুজবাগ ২ জন।
৯৪. সদরঘাট ১ জন।
৯৫. সায়েদাবাদ ১ জন।
৯৬. সায়েন্স ল্যাব ১ জন।
৯৭. শাহআলীবাগ ২ জন।
৯৮. শাহবাগ ৬ জন।
৯৯. শাঁখারীবাজার ১০ জন।
১০০. শান্তিবাগ ১ জন।
১০১. শ্যামপুর ১ জন।
১০২. শান্তিনগর ৮ জন।
১০৩. শ্যামলী ৭ জন।
১০৪. শেওড়াপাড়া ১ জন।
১০৫. শেখেরটেক ১ জন।
১০৬. সোয়ারীঘাট ৩ জন।
১০৭. সিদ্ধেশ্বরী ৩ জন।
১০৮. শনির আখড়া ১ জন।
১০৯. সূত্রাপুর ৯ জন।
১১০. তেজগাঁও ১৬ জন।
১১১. তেজতুরী বাজার ১ জন।
১১২. টোলারবাগ ১৯ জন।
১১৩. উর্দু রোড ১ জন।
১১৪. উত্তরা ২৩ জন।
১১৫. ভাটারা ১ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম