1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর সানোয়ার হোসেন সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ফরম বিক্রির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর সানোয়ার হোসেন সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ফরম বিক্রির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ১৫৮ বার

রফিকুল ইসলাম ফুলাল, প্রতিনিধি দিনাজপুর :
বিশেষ ও.এম.এস পরিবারভিত্তিক রেশনিং কার্ড প্রদানের ক্ষেত্রে দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সানোয়ার হোসেন সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের কয়েকজনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ফরম বিক্রির অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার বিশেষ ও.এম.এস পরিবারভিত্তিক রেশনিং কার্ড প্রদানের লক্ষ্যে কাজ করছে। সারাদেশের ন্যায় গত ২/৩ দিন আগ থেকে দিনাজপুর পৌর এলাকায় কাউন্সিলরদের মাধ্যমে তালিকা তৈরীর কাজ কাযর্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কাউন্সিলদের নির্দিষ্ট সংখ্যক ফরম বিতরণের নির্দেশ থাকলেও তারা বিভিন্ন এলাকায় স্থানীয় সেচ্ছাসেবক প্রতিনিধি নিয়োগের মাধ্যমে অসংখ্য ফরম বিক্রি করে আর্থিক সুবিধা আদায় করছে। সরকারীভাবে এসব ফরম বিতরণের ক্ষেত্রে বিন্যামুল্যে বিতরণের নির্দেশনা থাকলেও এ নির্দেশ মানা হচ্ছে না।

দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের মিশনরোড, চাতরা পাড়া এবং দপ্তরীপাড়া মহল্লার বহু মানুষের অভিযোগ,করোনা মোকাবেলায় সরকার যখন মানুষকে সাহায্যের জন্য ত্রাণ এবং ও.এম.এস রেশনিং ব্যবস্থা নিয়ে এগিয়ে এসেছে তখন সামান্য একটি ফরমের জন্য কয়েক হাজার অসহায় দরিদ্র লোকের কাছে ফরম প্রতি ২০/৩০ টাকা করে নিচ্ছেন ১১নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়োর হোসেন ও তার লোকজন।

মিশনরোড মহল্লার বাসিন্দা সরকারী ঠিকাদার মো: আনোয়ার হোসেন,রাবেয়া বেওয়া,মৌসুমী বেগমসহ অনেকেই জানান, ফরমের জন্য কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার অতিদরিদ্র মানুষের কাছে টাকা নিচ্ছেন এটা একেবারেই অন্যায়।

এব্যাপারে কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন ফরমের জন্য টাকা নেয়ার প্রশ্নই আসেনা। আমার নিবার্চনী প্রতিপক্ষের লোকজনেরা চক্রান্তমুলকভাবে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তবে তিনি জানান,এই দূযোর্গকালিন সময়ে আমাকে সহযোগীতার জন্যে মো: জিয়াউর রহমানসহ আরো একজনকে এলাকায় সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্যে পরিচয় পত্র দিয়েছি।

তবে তার নিয়োগ করা সেচ্ছাসেবক জিয়াউর রহমানকে দিনাজপুর সদরের এসিল্যান্ড শাহরিয়ার রহমান ১০৬/২০২০ তাং ২৫/০৪/২০ ইং মামলায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমান করেছেন।

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম জানান, পৌরসভায় মোট ৬ হাজার মানুষকে রেশনিং কার্ডের আওতায় আনা হবে, এব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং ১২টি ওয়ার্ডেই কাউন্সিলরদের মাধ্যমে বিন্যামুল্যে ফরম বিতরণ করা হচ্ছে। যাচাই-বাচাইয়ের পর প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা কাডর্টি বিতরণ করবেন।

তিনি বলেন, ফরম বিনামুল্যেই দেয়ার কথা বিক্রির জন্য নয়। কারা টাকা নিয়ে ফরম বিক্রি করেছে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না কিংবা কেউ তাকে অভিযোগও করেনি।

ছবির ক্যাপশন : দিনাজপুর ভ্রাম্যমান আদালতের বিচারক সদরের এসিল্যান্ড শাহরিয়ার রহমান সেচ্ছাসেবক জিয়াউর রহমানকে মামলায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম