মোহাম্মদ আলাউদ্দিন:
কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে করোনা প্রতিরোধে জনসচেতনতার অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়-দুস্থ জনগণকে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও নাঙ্গলকোট এ আর সরকারি স্কুল মাঠে এ ভ্রাম্যমান ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল টিমের প্রধান ক্যাপ্টেন মো. সালাউদ্দিন আলোকিত নাঙ্গলকোট-কে জানান, নিরাপদ সামাজিক দূরত্ব মেনে কোনোরকম জনসমাগম না করে ক্যাম্প দু’টিতে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এসময় জনগনকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন সুরক্ষাবার্তাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।