মাহামুদুল হাসান (নারায়ণগঞ্জ) Help For All’ নারায়ণগঞ্জ টিমের পক্ষ্য থেকে করোনা থেকে বাঁচতে রমজানকে সামনে রেখে আজ ২০শে এপ্রিল থেকে শুরু হল জীবানুমুক্তকরণ কার্যক্রম।
এ জীবানুমুক্তকরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন নাসিক ১৩নং কাউন্সিলর জনাব মাকছুদুল আলম খোরশেদ।
এর আগেও নানা ধরনের কর্মকান্ডেও ছিল খোরশেদের নানা অবদান। তবে তারই ঘনিষ্ঠজনেরা বলছেন, বিগত দিনে হাড়ভাঙা খাটুনি করলেও রাতে শূন্য ঝুলি নিয়েই বাড়ি ফিরেছেন।
তবে খোরশেদ বলছেন, তিনি কাউকে খুশী করার জন্য না বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশাতেই তিনি করছেন। যে যাই বলুক, যে যাই করুক তিনি তার কাজে অবিচল থাকবেন। এছাড়া কাউন্সিলরে সহযোগি টিপু রেজা জানায়, এই কার্যক্রমে কাউন্সিলর সর্বাত্নক সহযোগিতা করবেন।
এই কার্যক্রমে সরাসরি যুক্ত ছিল ‘Help For All’ নারায়ণগঞ্জ টিমের মূল সমন্বয়ক হানজালা রহমান মুন্না এবং টিমসদস্য লিখন,মেরাজ,তানভির। বেলা ১১টায় শুরু হয়ে মাসদাইর বাজার,গলাচিপা,কলেজ রোড পর্যন্ত চলে কার্যক্রম।
‘Help For All’ নারায়ণগঞ্জ টিমের মূল সমন্বয়ক, হানজালা রহমান মুন্না জানায়, জীবানুমুক্তকরণ কার্যক্রম দেখে প্রসংশা করেন নারায়ণগঞ্জ এর অন্যতম রাজনৈতি ব্যক্তি জনাব লিমন ভাই। আমাদের কার্যক্রম- *জনসমাগমপূর্ণ স্থান (হাট-বাজার) জীবানুমুক্তকরণ। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ী ও আশেপাশ জীবানুমুক্তকরণ। আমাদের এই কার্যক্রম এগিয়ে নিতে আপনারাও এগিয়ে আসতে পারেন- *নিজে আমাদের সাথে এসে কাজ করার মাধ্যমে, *সাহায্য ফান্ড দিয়ে, *বিভিন্ন পরামর্শ, আমাদের কার্যক্রম প্রচার-প্রসারের মাধ্যমে।