1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৃথিবী ভরে উঠুক ভালোবাসায়, মানুষ লড়ুক একসঙ্গে : হাসিবুর রহমান মানিক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জানুয়ারীতে ড্যান গ্রেডিং সার্টিফিকেট প্রদান করবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম সংঘাতময় পরিস্থিতিতে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করার জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান” মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৫  ১৩ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত নকলায় মহান বিজয় দিবস পালিতনকলায় মহান বিজয় দিবস পালিত সৈয়দপুরে নদী দূষণ ও সরকারি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বুতীপুরে আশা‘র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক

পৃথিবী ভরে উঠুক ভালোবাসায়, মানুষ লড়ুক একসঙ্গে : হাসিবুর রহমান মানিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ২৫৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসের তাণ্ডব এখন বিশ্বজুড়ে। এই একটি ভাইরাস পৃথিবীর সব দেশকে, সব মানুষকে নিয়ে এসেছে এক কাতারে। এটি যেমন আক্রান্ত করছে বস্তিতে থাকা মানুষদের, তেমনিভাবে আক্রান্ত করছে রাজপ্রাসাদে থাকা মানুষদেরও। আফ্রিকার গরিব দেশ রুয়ান্ডা থেকে শুরু করে ইউরোপের ধনী দেশ যুক্তরাজ্য কিংবা মহাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র কাউকেই ছাড় দিচ্ছে না। সারা পৃথিবীকে এখন এর বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ নামতে হয়েছে। এই তো কিছুদিন আগেও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে দফায় দফায় বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব, সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র-রাশিয়া, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে গিয়ে বলতে গেলে যুদ্ধে লিপ্ত হয়েছিল ইরান-যুক্তরাষ্ট্র। অথচ আজ বন্ধ হয়ে গেছে সব অস্ত্রের ঝনঝনানি, বন্ধ হয়ে গেছে পৃথিবীর সব হানাহানি। প্রত্যেকেই এখন লড়ে যাচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। কিছুদিন আগে ঘটা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতে হিন্দু-মুসলমানের মুখোমুখি অবস্থান, মসজিদে আগুন লাগিয়ে চূড়ায় হনুমানের পতাকা টাঙানোর বীভৎস স্মৃতি এখনো জ্বলজ্বল করছে। ধর্মে ধর্মে বিদ্বেষ সৃষ্টিকারী এবং সাম্প্রদায়িকতার উস্কানি দানকারী গোষ্ঠী কিংবা রাজনৈতিক ফায়দা লুটেরা গোষ্ঠী সবাই এখন করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছে।

দক্ষিণ চীন সাগর নিয়ে সবসময় মুখোমুখি অবস্থানে থাকা দুটি রাষ্ট্র চীন এবং জাপান। সাগরে প্রভাব বিস্তার নিয়ে একেকবার তাদের মধ্যে সে কী যুদ্ধাংদেহী অবস্থা! নৌবাহিনী, বিমানবাহিনীর একের পর এক মহড়ায় মনে হতো যুদ্ধ বুঝি লেগেই গেল। কিন্তু উহান প্রদেশে করোনা ভাইরাসের আক্রমণ সামাল দিতে যখন চীনকে হিমশিম খেতে হচ্ছে তখন এগিয়ে এসেছে জাপান। পাঠিয়েছে সাহায্য এবং সেই সঙ্গে বন্ধুত্বের বাণী (চীনা ভাষায়), ‘নদী আর সাগরের দিক থেকে হয়তো আমরা আলাদা কিন্তু একই আকাশ, সূর্য আর চাঁদের আলো নিচে আমাদের বসবাস।’ কী ভালোবাসায় পূর্ণ একটা লাইন! ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে চীন যখন স্বাভাবিক অবস্থায় ফিরছিল তখনি আক্রান্ত হলো ইতালি। সাহায্যের হাত বাড়িয়ে দিল চীন। ইতালিকে পাঠানো মেডিকেল সামগ্রীর বাক্সের ওপর চীন লিখেছিল (রোমান ভাষায়), ‘দিন শেষে আমরা তো একই সাগরের ঢেউ।’ এ যেন এক চরম সত্য কথা। যুগ যুগ ধরে এড়িয়ে যাওয়া এক অমর বাণী।

বাংলাদেশও হাত গুটিয়ে বসে থাকেনি। চীনের দুর্দিনে যতটুকু সম্ভব সাহায্য করছিল। পাঠিয়েছিল ১০ লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫ লাখ ফেস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার স্যু কাভার এবং ৮ হাজার গাউন। আর তাই বাংলাদেশের এই অবস্থায় চীনও তার প্রতিদান দিয়েছে। করোনা ভাইরাস শনাক্তের জন্য মাত্র ২ হাজার টেস্টিং কিট থাকা এই দেশে চীন সরকার পাঠিয়েছে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং ১ হাজার থার্মোমিটার। প্রতিশ্রæতি দিয়েছে পরিস্থিতি খারাপ দেখলে বিশেষজ্ঞ ডাক্তার দল পাঠানোর। সেই সঙ্গে পাঠিয়েছে বন্ধুত্বের বাণী, ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’ কী গভীর! কী প্রেমময় কথা! এই উপহার, এই সাহায্য হয়তো এখুনি শেষ হয়ে যাবে। কিন্তু এই লাইনগুলো মানুষ মনে রাখবে বহুকাল। উপহারের চেয়েও এই লাইনগুলো বড়। এগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় মানবতার সেই মহান বাণী- ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।’ পারস্পরিক সহায়তার ওপর ভিত্তি করে টিকে থাকুক মানব সভ্যতা। পৃথিবী ভরে উঠুক ভালোবাসায়, পৃথিবী লড়ুক একসঙ্গে।

লেখকঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করপোরেশন ( ডিএনসিসি ) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান কাউন্সিলর, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি -।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম