নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় করোনায় কর্মহীন তিনশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন শরণখোলা উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ব্যবসায়ী ও চিকিৎসক ফারুক হোসেন হিরু । (১৩ এপ্রিল) সোমবার সকালে কদমতলা নিজ বাড়িতে এ খাদ্যসাগ্রী বিতরণ করেন তিনি ।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের তিনশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে ফারুক হোসেন হিরুর পিতা আলহাজ্ব মমিন উল্লাহ ফরেষ্টার ও তার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন । এসময় ফারুক হোসেন হিরু জানান, আমার মা পৃথিবীতে বেঁেচ নেই তাই মায়ের নামে করনার এই দূযোর্গে অসহায় মানুষের পাশে একটু হলেও দঁাড়াতে পেরেছি এজন্য নিজেকে আমি ধন্য মনে করছি ।
এছাড়া আমার মতো সকলে যদি একটু একটু করে করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে দঁাড়াতে পারে তাহলে কাউকেই খাদ্যকষ্টে ভুগতে হবেনা ।
হিরু রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামের আলহাজ্ব মমিন উল্লাহ ফরেষ্টারের ছেলে ও শরণখোলা উপজেলা যুবলীগের সদস্য । এছাড়াও রায়েন্দা বাজারের ভাইভাই ফার্মেসীর মালিক তিনি।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল,আলু সহ একটি সাবান।