এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীর গাজীবাড়ি এলাকায় পারিবারিক কলহ ও অত্যাচার সইতে না পেরে স্বপ্না আক্তার (২১) নামে এক গৃহবধু গলায় ওড়না পেচিঁয়ে আত্বহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্বপ্নার মামী শ্বাশুড়ি জানায়, গত প্রায় ৩/৪ মাস আগে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আশি পাঁচ কাউনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং টঙ্গীর গাজীবাড়ি এলাকার হেদায়েত উল্লাহ বাড়ির ভাড়াটিয়া মো. নূরুল ইসলামের ছেলে মাসুদ মিয়া পার্শ্ববর্তী উত্তর গুধারিয়া গ্রামের সদর উদ্দিনের মেয়ে এবং তার আপন খালা স্বপ্না আক্তারকে বিয়ে করে টঙ্গীতে তার পিতার ভাড়া বাসায়এসে উঠে। আপন খালাকে বিয়ে করার পর থেকে পিতা-পুত্র মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। সোমবার রাতে স্বপ্না তার আপন বোন এবং বর্তমান শ্বাশুড়ি, শ্বশুড় ও স্বামীর মধ্যে ঝগড়া বাঁধলে আশপাশে বসবাসরত উভয় পরিবারের আত্বীয়-স্বজনরা এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়।
মঙ্গলবার দুপুরে পুনরায় ঝগড়া লাগলে স্বপ্না ক্ষিপ্ত হয়ে আত্বীয় স্বজনসহ শ্বশুড়, শ্বাশুড়ি, স্বামীকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে এবং বারান্দায় এসে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে। ভেতরে লোকজনের হট্রগোল শুনে আশপাশের ভাড়াটিয়ারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশসহ পরিবারের লোকজনকে উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মু. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।