শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের এমপি”র পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্যাসামগ্রী বিতরন করা হয়।গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে এসব প্রদান করেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী,মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাষ্টার,মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দে,রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেক, সাবের হোসেন,মোঃ ইকবাল,রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আসিফ,ছাত্রলীগ নেতা মনির তালুকদার,নাছির উদ্দীন প্রমুখ।