লাভলু শেখ,লালমনিরহাট থেকে : আজ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের কামরুজ্জামান করোনায় আক্তান্ত হয়ে আইসোলেশনে থাকার পর ৩দিন পর তার শিশু ছেলে সালমান বয়স (৭) । ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হলে তার শিশু পুত্রে দেশে করোনা পাওয়া যায়। লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সাজন নিমেন্দু রায় মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় এতথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে গত ৩দিন ধরে গুড়িয়া গ্রামের ৬০ টি পরিবারকে লকডাউন করে রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসন। কামরুজ্জামান গত সপ্তাহে নারায়ানগন্জ থেকে জ্বর, সদ্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে বাড়িতে আসছিল।