শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : দেশে করোনা পরিস্থিতির মধ্যে সরকারের নির্দেশ মোতাবেক সবাইকে ঘরে থাকতে বলা হলেও পেশাগত কারনেই বাইরে বের হতে হয় সাংবাদিকদের। জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের কাজ করতে হয়। সাংবাদিকদের কথা ভেবেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম অাহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সোনারগাঁয়ের প্রায় শ’খানেক সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা পোষাক- পিপিই উপহার দিয়েছেন তিনি।
গতকাল শনিবার সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের হাতে এ পোশাক তুলে দেন তিনি।
তিনি বলেন, এই দূর্যোগকালীন পরিস্থিতিতেও সাংবাদিকরা বাইরে থেকে কাজ করে অামাদের সহযোগিতা করছে। জাতিকে গুরুত্বপুৃর্ণ তথ্য দিয়ে উপকার করছে। তাদের নিজেদেরও জীবনের নিরাপত্তা প্রয়োজন।