লাভলু শেখ,লালমনিরহাট থেকে :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বাপ্টীবাড়ী ইউনিয়নের পৃবদৈলজোর গ্রামের এক জন পুরুষ করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছে।
তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এঘটনায় ওই গ্রামের ২০টি পরিবার কে লকডাউন করে রাখা হয়েছে।মঙ্গলবার লালমনিরহাট সিভিল সাজন নিমেন্দু রায় এতথ্য নিশ্চিত করে কলেন ওই ব্যাক্তি ঢাকার গাজীপুর থেকে এসে জ্বর,সদ্দি, কাশ ও গলা ব্যথায় অাক্তান্ত ছিল । তার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হলে করোনা চিন্হিত হয়। তাকে উদ্ধার করে আইসোলেশনে রাখা হয়। এর আগে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের নারায়নগন্জ ফেরত কামরুল ও তার শিশু পুত্রর করোনা চিন্হিত হলে তাদের কে আইসোলেশনে নিয়ে চিকিৎসা করা হলে তারা সুস্হ্য হয়েছে। এমন ঘটনায় ওই এলাকার ২০ টি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে।