এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার হারাখাল, কৃষ্ণপুর, পৌলইয়া, উত্তরদার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা লক ঢাউনেরর ফলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাজ না থাকায় তারা অচল হয়ে পড়েছেন। বিশেষ করে যারা দিনমজুর, দিনে কাজ করে রাতে খায়, তারা সবচেয়ে বেশী বিপদে।
দিনমজুর রমজান আলী শ্যামল বাংলাকে জানান, আমরা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ সাহায্য পাই নি। আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি।আমরা যদি সাহায্য না পাই, তাহলে আমরা করোনা না মরে পেটের ক্ষিধায় মরবো।
এছাড়াও আরো বেশ কয়েকজন দিনমজুরের সাথে আলাপকালে তারাও প্রায় অভিন্ন সুরে কথা বলেন।