স্টাফ রিপোর্টার ঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে যে লকডাউন পরিস্থিতি চলছে, তাতে করে শুরু থেকেই বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। একমুঠো খাবারের সন্ধানে তাদের অনেকেই ভীড় করছেন শহরের সড়কগুলোতে।
লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানোর পর এসব মানুষের খেয়ে পরে বেঁচে থাকাই এখন চ্যালেঞ্জ।
সরকারি-বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম চললেও সেটা পৌঁছাচ্ছে না সবার কাছে, নাম না প্রকাশের শর্তে একজন শ্যামল বাংলার স্টাফ রিপোর্টার নুর আলম সিদ্দিকীকে জানান. প্রতি ইউনিয়নে যে পরিমান চাল সরকারি বরাদ্দ, কৃত চাউল সংকুলান হবেনা কারন আশুলিয়া পাশাপাশি ৩টি ইউনিয়ন যেখানে দুটি ইপিজেটের লোকজন বসবাস করায় ঘনবসতি মানুষজনের কথা ভেবেই তিনি নিজস্ব অর্থ দিয়ে সহোযোগিতায় করার চেস্টা করছেন।
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধিন ধামসোনা ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম তার ব্যক্তিগত অর্থায়নে পাথালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ পারভেজ দেওয়ান, ইয়ার পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ ভূইয়া ও শিমুলীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজের হাতে ৫টন করে চাউল পাতালিয়া ইউনিয়ন,ইয়ারপুর ও শিমুলীয়ার হতদরিদ্রদের মাঝে বিতরনের জন্য তুলে দেন,অতচ আশুলিয়া ধামসোনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের উত্তর গাজিরচট ভূইয়া বাজার থেকে বেপজা পর্যন্ত নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবার আজ পর্যন্ত সরকারি কোন অনুদান পায়নি বলে এ ব্যাপারে সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এ বিষয়ে ধাম সোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে মুটো ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।