নুর আলম সিদ্দিকীঃ সাভার উপজেলার আশুলিয়ায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে অাশুলিয়া দরাজদিল সংগঠনের পক্ষ হতে বিভিন্ন গ্রামে ও মার্কেটে এবং বসতবাড়ির ভিতরে জীবানু নাষক ঔষধ ছিটানো হয় এবং একই সাথে জনসচেতনতামুলক কার্যকলাপ পরিচালিত হয়।
আজ ২২ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা আশুলিয়ায় ধনাইদ গ্রামে ইউসুফ মার্কেট, তাজপুর,দিয়াখালি, গোরাটে ও বাগবাড়ি গ্রামে জীবানু নাষক ঔষধ ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দরাজদিল সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিন উদ্দিন (আব্দুল মান্নান) আরোও উপস্থিত ছিলেন দরাজদিল সংগঠনের মহাসচিব এ অার হাবিবুর রহমান, সহসভাপতি এস এম জলিল সরকার,সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,কোষাধ্যক্ষ কাজী ইমরুল হাসান কায়েস,যু্গ্ন সম্পাদক জসিম মন্ডল,কাশিমপুর থানার এস আই মো: হালিম,আব্দুর রহমান সরকার,আয়নাল হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার মো:আলমগীর কবীর,ইউফুফ মন্ডল,শফক হোসেন, জসিমউদ্দিন তালুকদার সহ,আধনাইদ,তাজপুর, গোরাটে, গুমাইল,দিয়াখালি ও বাগবাড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে দরাজদিল সংগঠনের নেতৃবৃন্দ মানুষরে পাশে দারিয়েছেন।
আশুলিয়া দরাজদিল সংগঠনের মহাসচিব এ আর হাবিবুর রহমান এর পক্ষ থেকে বলা হয়,এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন।
তাই আমরা যেভাবে ব্যক্তিগত ভাবে এই মহতী কাজ করতেছি। তেমনিভাবে বাংলাদেশের সব ধনীব্যক্তিবর্গ এই দুর্যোগের সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সব নাগরিককে ঘরে বসে থেকে করোনা মোকাবিলায় সহযোগিতা করা দরকার।
আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুন।
আশুলিয়া দরাজদিল সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিন উদ্দিন( আব্দুল মান্নান) আজকে সমাপনী বক্তব্যে বলেন আমরা ব্যক্তিগত ভাবে যেসব কাজ করতেছি, যদি সরকারীভাবে কোন সাহায্য সহযোগীতা আমরা পাই,তাহলে এইসকল কার্যকলাপ আরো ব্যাপকভাবে পরিচালিত করতে পারবো।
সর্বোপরি সরকার ও জনসাধারণের সকল সহযোগীতা কামনা করে বক্তব্য শেষ করেন।