এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার ৬ নং উত্তরদা ইউনিয়ের চেয়ারম্যান আলহাজ্ব মো: হারুনুর রসিদের উদ্যেগে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
করোনা মহামারীতে কৃষক যখন অসহায় ঠিক তখনই- যেমন সেবক,তেমন নায়ক, “মানুষ মানুষের জন্য “এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার লাকসাম উপজেলার ৬ নং উওরদার ইউপি চেয়ারম্যান এর নেতৃত্বে রাজাপুর ১ নং ওয়ার্ড অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছালেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এই সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতিসংসদ কুমিল্লা জেলা দক্ষিন পরিষদের সাধারন সম্পাদক মো জোনায়েদ মির্জা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,প্রমুখ।
এসময় তারা শ্যামল বাংলাকে জানায়,আমরা আওয়ামীলীগ করি কিন্তু কারো বিরুদ্ধে হিংসা বিদ্রেশ আমাদের স্বভাব নয়।কেন্দ্রীয় কর্মসূচির হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছি।আমাদের যারা সহোযোগীতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ।এসময় তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুরে ধরেন।