স্টাফ রিপোর্টার : করোনা প্রার্দুভাবে দেশের মানুষের ক্লান্তি লগ্নে কমলাকান্দা উপজেলা পরিষদ এলাকাবাসীর সমন্বয়ে ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার নাজীরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন। গত ২৫/৪/২০ শুক্রবার কমলাকান্দা চাঁনপুর মোড় হতে ড্রেনপাড়া ও উপজেলার মোড় হতে নয়াপাড়া মুক্তিনগড় এলাকায় ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে সক্রিয়ভাবে সংযুক্ত ছিলেন কমলাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফখরুল আলম খসরু, মোঃ আঃ ওয়াহাব, মোঃ বজলুর রহমান, অঞ্জন সরকার বাবন, ফরিদ আহমেদ, জহিরুল ইসলাম, মোঃ নূরে আলম সহ এলাকার একঝাক উদ্যমী তরুণ।