নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় করোনা প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহবান জানিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার আসরের নামাজ শেষে রায়েন্দা ইউনিয়নের ইমামদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়।
উপজেলা সদরের রায়েন্দা ফায়েল খায়ের ভবনে অনুষ্ঠিত সভায় করোনাভাইরাসের বিস্তাররোধে সরকারের নির্দেশন মেনে মসজিগুলোতে সীমিত আকারে জামায়াত পরিচালনার প্রামর্শ দেওয়া হয়। এতে বক্তৃতা করেন ইউএনও সরদার মোস্তফা শাহিন, ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা মুনিরুজ্জামান।
এদিন উপজেলার অন্য তিনটি ইউনিয়নেও একইভাবে ইমামদের নিয়ে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় করোনা বিষয়ে গণসচেতনা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালনের জন্য ইমামদের প্রতি আহবান জানানো হয়।