নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ২০০অসহায় পরিবারকে ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার তাফালবাড়ীতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ভাইস চেয়ারম্যান পারভেজ বলেন, প্রথম পর্যায়ে সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালাবাড়ী, দক্ষিণ তাফালবাড়ী, রায়েন্দা, উত্তর সাউথখালী ও দক্ষিণ সাউথখালী গ্রামের প্রতিবন্ধী, ভ্যানচালক, দিনমজুর, ক্ষুদ্রব্যবসায়ীসহ যারা বেশি সমস্যায় রয়েছেন তাদের বাছাই করে নিজ তহবলি থেকে সামান্য সহায়তা প্রদান করা হয়। দুইশ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল এবং এক কেজি লবণ দেওয়া হয়েছে।
তিনি জানান, পরবর্তীতে অন্য গ্রামগুলোতেও এধরণের সমস্যাগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।