মুজিব উল্ল্যাহ্ তুষার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২৩ এপ্রিল চট্টগ্রাম নগরীর ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড এলাকায় বৈশ্বিক মহামারী করোনায় ঘরবন্দি অসহায় মানুষের
মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী
কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ
হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির
চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের
সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ নগর যুবদল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনার এই দুঃসময়ে দেশে আমলাতন্ত্র চালু আর
জনপ্রতিনিধিরা আজ নির্বাসনে। শাসক দলের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।
একদিকে ত্রাণ লুটের মহোৎসব অন্যদিকে ক্ষুধার্ত মানুষের নীরব হাহাকার।
লুটপাটতন্ত্র আর আমলাতন্ত্র মিলেমিশে একাকার। নেতৃবৃন্দ এ সময়,
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে অনুরোধ জানান। আসন্ন রমজানে
মানুষের দূর্ভোগ আর না বাড়ানোর জন্য এখনই প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার
কথা বলেন এবং ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে
আহবান জানান। এ সময় উপস্হিত ছিলেন নগর যুবদলের সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক
বাদশা, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু,
সাইফুদ্দিন মোঃ মারুফ, সহ
সম্পাদক আতিকুর রহমান, কামরুল ইসলাম, নগর যুবদলের সদস্য আমীর সুমন,
বন্দর থানা যুবদল নেতা মোঃ ইয়াছিন, মোঃ সাহেদ, ইমাম হোসেন, পারভেজ, সেলিম
উল্ল্যাহ, মুন্না, ইমরান, রাশেদ, মনির, জসিম, কবির, রানা, রাজু, মামুন
প্রমুখ নেতৃবৃন্দ।