তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারীর গোসল ও দাফন-কাফনের ব্যবস্থার জন্য প্রশিক্ষণ নিয়েছেন ‘আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল। রবিবার (১২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের আহ্বায়ক মাওলানা শাব্বির আহমদ রশিদ জানান, আমরা আপাতত ২৩ জনকে দাফন-কাফনের ব্যবস্থার জন্য প্রস্তুত করেছি। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়বে।
তিনি জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে যাতায়াতের জন্য গাড়ি এবং সিভিল সার্জনের পক্ষ থেকে পিপিইসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হবে।